1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে প্রতিপক্ষ দ্বারা চা-শ্রমিক খুন

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তে সাতছড়ি
জাতীয় উদ্যানের চা বাগানে খোকন তাতী (৩০) নামে এক চা শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সে সাতছড়ি চা বাগানের মৃত দয়া তাতীর পুত্র। সে বৃহস্পতিবার সকাল ১১টায়
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতছড়ি চা-বাগানের শ্রমিক খোকন তাতীর সাথে তার বোনের দেবর মৃত মধুসুধন তাতীর ছেলে কাজল তাতীর মাঝে কাঠের ব্যবসার পাওনা
টাকা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

এরই জের ধরে বুধবার বিকেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাজল
তাতী উত্তেজিত হয়ে খোকন তাতীকে বাঁশ দিয়ে পেঠে আঘাত করে। রাতে সে বমি করে
এবং শরীর খারাপ করলে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। গতকাল বৃহস্পবিার
দুপুরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ইসিজি করতে গেলে দেখতে পান সে মারা গেছে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমিরুজ্জামান জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরধরে এ হত্যাকান্ডটি ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাজল তাতীকে ধরতে অভিযান পরিচালনা
করছে পুলিশ। তিনি আরও জানান, নিহত এবং হামলা কারী উভয়ই মাদক চোরা কারবারের সাথে জড়িত রয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর