চুনারুঘাট প্রতিনিধি : ওরসের নামে অশ্লীল নাচ গান ও জুঁয়ার আসর ভেঙ্গে দিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী। গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সাটিয়াজুরীর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের ফতু শাহ আল চিশতী (রহ:) এর বার্ষিক ওরশেরর নামে চলছিল এ আয়োজন।
এ ব্যপারে ইউএনও বলেন, লিখিত অভিযোগ ও পরিশেষে ফোনে অভিযোগ পেলাম যে ওরশ শরীফ আয়োজনের নামে সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মাজার এলাকায় নাঁচ, গান, মেয়ে নিয়ে অশ্লীলতা, জুঁয়ার আসর ইত্যাদি চলছে। সত্যতা যাচাইয়ে জন্য রাতেই বেরিয়ে পড়লাম, ভেবেছিলাম ছোট কোন আয়োজন। স্পটে পৌঁছে দেখি হাজার হাজার লোকের ভীড়। শেখ ফতু শাহ আল চিশতী (রহ:) এর বার্ষিক ওরশ উদযাপনের নামে মাজারের আশপাশ এলাকায় সাত আটটি বড় বড় পৃথক প্যান্ডেল ও স্ট্যাজে গান নাঁচের জমজমাট আসর চলছে। পাশাপাশি চলছে জুঁয়ার উৎসব। অধিকাংশ তরুণ প্রজন্ম মেতেছিল এই আয়োজনে। কিন্তু মূলত মাজারটির ছিল লোকশূণ্য। একক প্রচেষ্টায় সকল অনৈতিক আয়োজন বন্ধ করেছি এবং আয়োজকদের দুজনক আটক করেছি।