চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে সিএনজি (অটোরিক্সা) থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার (২৫ আগষ্ট) বেলা ১টার দিকে উপজেলার বাল্লা রোডে দানিছ মিয়ার দোকানের সামন থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের মাদক ব্যবসায়ী ছয়শ্রী গ্রামের আব্দুল মতিনের ছেলে মানিক মিয়ার সিএনজি (অটোরিক্সা হবিগঞ্জ থ ১১-১৩৮৪) থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, আমরা উপজেলায় বেশ কিছুদিন যাবত মাদক বিরোধী অভিযান চালাচ্ছি। মাদক নির্মূল করার পূর্ব পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।