শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয়রা স্টেশন এলাকায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাজিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।