1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

বাহুবলে ডাকাত আটক

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার গোসাইর বাজার এলাকার ইজ্জ্বত নগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ডাকাত সিলেটের বিছনাকান্দি এলাকার মো: জামাল মিয়া (৩৫) ও মো: কামাল মিয়া (৩০)।

জানা যায়, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা এসএম দুলাল আহমদ ডাকাত দুটি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর মোবাইল ফোনে ফোন দিয়ে পাওয়া যায়নি।

     এই ক্যাটাগরীর আরো খবর