নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থেকে ইয়াবাসহ মোঃ হায়াত আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটের দিকে মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর বাসষ্ট্যান্ড এলাকার মোঃ হামিদুল হক’র চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান সাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃত হায়াত আলী মাধবপুর থানার শিদরপুর গ্রামের শওকত আলীর পুত্র।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৯ এর সদর কোম্পানির সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা কালে ৬শ পিস ইয়াবাসহ মোঃ হায়াত আলীকে হাতেনাতে আটক করে।
উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে শনিবার (৬ জানুয়ারী) সকালে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।