নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি।
শনিবার (৬ জানুয়রি) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে নবাগত সভাপতি মোহাম্মদ শাবান মিয়া ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদাীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, বর্তমান সহ-সভাপতি ঈসমাইল হোসেন, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, আব্দুল বারী লস্কর, নির্মল ভট্টাচার্য্য রিংকু, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শরীফ চৌধুরী, জিয়া উদ্দিন দুলাল, মোহাম্মদ নুর উদ্দিন, আবু হাসিব খান পাবেল প্রমুখ।