মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকদের মাঝে মেডিক্যাল টিমের ফ্রি ঔষধ বিতরন করা হয়েছে।
রোববার সকালে উপজেলার বৈকণ্ঠপুর চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।
ব্লাড ফর সোসাইটি ইন বাংলাদেশ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সুফল মোদকের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ও ঔষধ বিতরন কার্যক্রমের বিশেষ অতিথি ছিলেন বাগান ব্যবস্থাপক শাহজাহান ভূইয়া, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাবেক সেক্রেটারী মোহা. অলিদ মিয়া, ইউপি সদস্য বাবুল চৌহান, আশরাফুল বারী খাঁন প্রমূখ। সংগঠনটির উদ্যেগে সারাদিন ব্যাপি ডাঃ বিপ্লব আচার্য্য ও জালাল হক ওই বাগানের চা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের মাঝে বিনামূল্য ঔষধ বিতরন করা হবে।