আকরামুল ইসলাম, চুনারুঘাট : গতকাল রবিবার সকালে চুনারুঘাটের ১০টি ইউনিয়নের শতাধিক গ্রাম পুলিশ সদস্য উপজেলা গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় সমপরিমাণ সরকারী সুবিধা দেওয়া সহ বিভিন্ন দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করে। বিক্ষোভ কর্মসূচী পালনকালে চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু গ্রাম পুলিশদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচী পালনের অনুরোধ জানান। গ্রাম পুলিশ সদস্যরা তাদের নিজস্ব পোষাক পরিধান করে সারিবদ্ধ ভাবে মানববন্ধনে যোগ দেয়। গ্রামপুলিশদের পক্ষে বক্তব্য রাখেন কেরামত আলী, চেরাগ আলী প্রমুখ।