নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ কটিয়াদি সড়কে টমটম (ইজিবাইক) এর চাকার সাথে গলায় ওড়না পেছিয়ে জামিলা আক্তার (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জানুয়ারী) বিকালে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জামিলা আক্তার বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, জামিলা আক্তার তার স্বামীর বাড়ি থেকে ৪ সন্তানকে নিয়ে রোববার বিকেল পৌনে ৫টার দিকে টমটম যোগে পিতার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে কটিয়াদি নতুন বাজার সড়কে পৌছলে অসাবধানতা বশত গৃহবধু টমটমের চাকার সাথে গলার ওড়না পেছিয়ে যায়। এক পর্যায়ে সে টমটম থেকে মাটিতে লুটিয়ে পড়ে।
তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ ত্রিলোক চাকমা জানান, জামিলা আক্তারের গলার সাথে ওড়না পেছিয়ে যাওয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সন্ধ্যায় সদর থানার এসআই মোস্তাক আহমেদ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।