আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৮ জানুয়ারী) বিকাল ৩টায় পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক কর হয়।
আটককৃতরা হল উপজেলার নগর গ্রামের বাসিন্দা মোঃ জব্বার মিয়ার পুত্র আবুল কাসেম (৪০) ও একই গ্রামের বাসিন্দা হাজী শওকত আকবরের পুত্র মোঃ জামির মিয়া (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে ইয়াবা পাচার কালে নগর গ্রামের রাস্তা থেকে আবুল কাসেমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার টানবাজার আবাসিক নেগর হোটেল থেকে জামির মিয়াকে আটক করা হয়।
রহস্যজনক কারনে আটকের দেড় ঘন্টা পর মুচলেকা রেখে জামির মিয়াকে ছেড়ে দেয়া হয়।