নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে অবস্থিত জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজে তুচ্ছ বিষয় নিয়ে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার উল্লেখিত সময়ে জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজে তুচ্ছ বিষয় নিয়ে এইচএসসি ১ম বর্ষের ছাত্র শহরের শায়েস্তানগর এলাকার ফরিদ মিয়ার পুত্র সজিবের সাথে বাকবিতন্ডা হয় একই শ্রেণীর রকি’র সাথে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ কলেজ ক্যাম্পাসের বাহিরে গিয়ে তাদের লোকজনদের সাথে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে একটি পক্ষ কলেজ গেইট এলাকায় দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মহড়া দেয়। সংঘর্ষে সজিব, রকি, নাজিম মিয়া, জুয়েল ও ফাহিম আহত গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) ডালিম আহমেদ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।