মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ১২৪কেজি গাঁজা পাচারকালে সিএনজিসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারী) ভোর ৪টায় ঘোনাপাড়া রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বিষ্ণুপুর গ্রামের কালাম মিয়ারপুত্র বাবুল মিয়া(২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আসাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘোনাপাড়া রাস্তায় অভিযান চালিয়ে গাঁজা বহনকারী রেজিষ্ট্রেশনবিহীন একটি সিএনজিতে ভর্তি ১২৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করে থানায় নিয়ে আসেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।