চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে।
শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, কাজী সাফিয়া আক্তার, সহকারি কমিশনার তাহমিনা আক্তার, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সমকালের চুনারুঘাট প্রতিনিধি মোস্তাক তরফদার মাসুম, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ প্রমুখ। এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগন বক্তব্য রাখেন।
এর আগে সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী মেলা পরিদর্শন করেন এবং সকলের সাথে কুশল বিনিময় করেন।
মেলায় ৪২টি স্টল অংশ নিয়েছে। এতে ৩টি স্টলকে পুরস্কার প্রদান।