চুনারুঘাট প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও চুনারুঘাটের বিভিন্ন গ্রামগঞ্জে অসহায় ও হতদরিদ্র শীতার্থদের মাঝে এক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী এসব কম্বল বিতরণ করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক এবং শ্রম ও আপিলের চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাই এর ছেলে চুনারুঘাটের কৃতি সন্তান তরুণ সমাজসেবক মোহাম্মদ আরিফুল হাই রাজীব। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম আকবর হোসেন জিতু, সাংবাদিক এস এম সুলতান খাঁন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ, জোনাক মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, আঃ ছালামসহ আরোও অনেকই। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তরুণ সমাজ কর্মী মোহাম্মদ আরিফুল হাই রাজীব বলেন-মানুষের কিছু কষ্ট লাগব করতে কম্বল বিতরণ করলাম। আমি মানুষের সেবাই সব সময় বেঁচে থাকতে চাই।