চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় অপহরণের ৪দিন পর অপহৃত যুবক আব্দুল মালেক (২৮) কে উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৬ আগষ্ট) দুপুরে তাকে উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিক্তিতে চুনারুঘাট থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেক কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।এসময় অপহরণকারীরা পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. আজমিরুজ্জামান জানান, অপহৃত আব্দুল মালেক কে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।