মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে মিলন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর রাতে নোয়াপাড়া স্থানীয় একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বেজুড়া গ্রামের মিয়া হোসেনের ছেলে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, মিলন একটি গাঁজা পাচারের মামলায় এজাহারভুক্ত আসামি।
এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ বিচারক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন।