চুনারুঘাট প্রতিনিধি: বৃহত্তর সিলেটের গর্ব- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল হাই রাজীব ২য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিগত কমিটিতে (২০১২-২০১৫) উনি আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বৃহত্তর সিলেটের একমাত্র সহ-সম্পাদক যিনি ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। মোঃ আরিফুল হাই রাজীব চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ আব্দুল হাই এর বড় ছেলে, উনার ছোট ভাই ব্যারিস্টার ইমরানুল হাই সজীব। মোঃ আরিফুল হাই রাজীব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও দায়িত্ব পালনে সকলের দোয়া চেয়েছেন।