চুনারুঘাট প্রতিনিধি : এক সময় গ্রাম বাংলার প্রাচীন ঘোড়দৌড় খুবই জনপ্রিয় ছিল। এ ঘোড়দৌড় শীত মৌসুমে চাষাবাদের জমিতে আয়োজন করা হতো। কালের পরিবর্তনে আধুনিক যুগে ঘোড়দৌড় হারিয়ে যেতে বসেছে। এর ধারাহিকতায় চুনারুঘাটেও এ ঐতিহ্য হারিয়ে গেছে প্রায়। হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে একদল উদ্যমীদের আয়োজনে ও ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সার্বিক সহযোগিতায় চুনারুঘাট উপজেলার ভুলারঝুম গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় চাষাবাদের জমিতে ভুলারঝুম ও জলিলপুর স্বাধীন বাংলা তরুণ সংঘের আয়োজিত এ প্রতিযোগিতায় ৫০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চুনারুঘাট কালেঙ্গার রাজলক্ষ্মী, ২য় স্থান মাধবপুর উপজেলার মানিকচান ও ৩য় স্থান অধিকার করে চুনারুঘাট উপজেলার নালমুখা গ্রামের উড়ালপঙ্খি নামক ঘোড়া। প্রথম স্থান অধিকারী ঘোড়া একটি ফ্রিজ, ২য় স্থান অধিকারী একটি রঙিন টেলিভিশন এবং ৩য় স্থান অধিকারী ঘোড়া একটি মোবাইল ফোন সহ ১০০ টি পুরস্কার দেয়া হয়। এছাড়া অন্যান্য বিজয়ীদের মধ্যেও পুরস্কার দেওয়া হয়। এতে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়া এবং মাধবপুরসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ঘোড়া অংশ নেয় এবং চুনারুঘাট উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার লোকের সমাগম হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন-সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান আহসান হাবীব, চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হুসাইন আলী রাজন, শানখলা ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি এখলাছুর রহমান, সমাজসেবক লিটন চৌধুরী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, হবিগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন প্রমুখ।