নুর উদ্দিন সুমন : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি-পিকআপ ভ্যান সংঘর্ষে ৬ সিএনজি যাত্রী আহত হয়েছেন। আহতদের একজনকে মুমূর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর ৫ জন কে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালের দিকে উপজেলার উত্তর ভাড়াউরায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা মৌলভীবাজারগামী একটি পিকআপ ভ্যান শ্রীমঙ্গলগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালকসহ ৬জন আহত হন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার করে আহতদের হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের সিলেট ও মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।