বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কুখ্যাত মাদক সম্রাট আব্দুল হামিদ হত্যাকান্ডের ঘটনায় অপর মাদক ব্যবসায়ীদের আসামী করে মামলা দায়ের হয়েছে।
গত ২২ আগস্ট বাহুবল মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী আঙ্গুরা খাতুন। মামলায় বাহুবল সদর ইউনিয়নের মেম্বার বেলাল মিয়াকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামী করা হয়।
নিহত মাদক সম্রাট আব্দুল হামিদ উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
মামলায় এজাহার নামীয় অন্যান্য আসামীরা হল, উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরের পাড়া গ্রামের মৃত আমীর আলীর ছেলে জমির আলী, বাহুবল সদর ইউনিয়নের কসবা করিমপুর গ্রামের ছুরুক মিয়ার পুত্র বিল্লাল মিয়া ও একই ইউনিয়নের হাবিজপুর প্রকাশিত দীঘিরপাড় গ্রামের দরছ মিয়ার পুত্র তাজুল মিয়া।
এ ব্যাপারে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সোহেল মাহমুদ জানান, আসামীরা দুর্দান্ত মাদক ব্যবসায়ী। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট বেলা ১১টায় উপজেলার চলিতাতলা এলাকার সপ্তডিঙ্গা ফিলিং ষ্টেশনের সামনে প্রকাশ্যে দিবালোকে মাদক সম্রাট আব্দুল হামিদকে কুপিয়ে হত্যা করে অপর একদল মাদক ব্যবসায়ী। ঘটনার পর সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনে স্থাপিত সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ।