নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্রীধরপুর এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছেন বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) ভোররাতে উপজেলার রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই মাদক জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।