খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে চুনারুঘাটে শোকসভা, র্যালী ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় পৌর শহরের মধ্যবাজারে চুনারুঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে এবং সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় পৌর শহরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, আন্তার্জাতিক যোদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা মহানগ উত্তর আওয়ামীলীগ নেতা কাউন্সিলর তৈমুর রেজা খোকন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মৌলভীবাজারে পৌর মেয়র ফজলুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি তাহের মিয়া মহালদার, সেক্রেটারী আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আঃ লতিব, মদরিছ মহালদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার আলী, গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির খাঁন, আওয়ামীলীগ নেতা মাওলানা তাজুল ইসলাম। এতে উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম আনোয়ারের পরিচালানায় বক্তব্য রাখেন-উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এডঃ শহিদ, যুগ্ন-সম্পাদক ফজলুর রহমান তরফদার সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সাইফুল আলম রিপন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন পলাশ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ কাজল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মর্তুজ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক ছারোয়ার আলম আজাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিলন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী আঃ রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার, উপজেলা যুবলীগ নেতা আব্দুল হাই প্রিন্স, খোকন চৌধুরী, মাজেদুল ইসলাম লুবন, টিপু সুলতান, জহির, সেলিম মিয়া, ওয়াহেদ মেম্বার, আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক শফিকুল ইসলাম র“বেল, ইফতেখার“ল আলম রিপন, সাইদুর আলমগীর শাহজাহান সামী, শিফন খান, সায়েম তালুকদার।