চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে নিজ জমি রক্ষা করতে গিয়ে মা ও দুই মেয়ে একদল দুর্বৃত্তেরর হাতে রক্তাক্ত জখম হয়েছেন । আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত সুত্রে জানা যায়, ওইদিন জমির মালিক জলিকা খাতুনের জমি পার্শ্ববর্তী বাড়ির আজাদ মিয়াসহ একদল দুর্বৃত্ত দখল নিতে খবর পান। এ সময় তিনিসহ তার দুই মেয়েকে নিয়ে জমির পাশে যান এবং দেখতে পান তার জমিতে পাওয়ারটিলার দিয়ে চাষ করতে শুরু করে আজাদ মিয়াসহ একদল দুর্বৃত্ত। এ সময় জমির মালিক বাধা দিতে গেলে একই গ্রামের গাবুরু মিয়ার ছেলে আজাদ মিয়া, আতর আলী ও জমশের মিয়া দেশীয় লাঠিসোটা দিয়ে হামলা করে। এতে জমি মালিক সুন্দরপুর গ্রামের মৃত আঃ জাব্বারের স্ত্রী জলিকা খাতুন (৬০), তার দুই মেয়ে সেলিনা আক্তার (৩০) ও সুফিয়া আক্তার (৩৫) আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
আহত জলিকা খাতুন জানান, আমার ৪ ছেলে বর্তমানে প্রবাসে অবস্থান করছে। এই সুযোগে জমি খেকোরা জমি দখল নিতে উঠেপড়ে লেগেছে। এমনকি মাঝে-মধ্যে আমার পরিবারের সদস্যদের প্রাণনাশে হুমকি-ধামকিও দিয়ে আসছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনাতায় ভূগছি। আমরা প্রশাসনের নিকট ন্যায় বিচার চাই। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।