স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার ৫নং লামাতাশি ইউনিয়নের মুশরিফখলা (নোয়াবাড়ী) গ্রামে এক ব্যক্তির বাড়ির উঠান দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়. ওই গ্রামের ফারুক মিয়া, জহুর আলী, মোাজহিদ মিয়া, আছকির মিয়া ও নুরুল আমিন একই গ্রামের আব্দুল মন্নানের বাড়ির উঠানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করছে। এতে বাঁধা দেয়ায় তারা মন্নানের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং আদালতে মন্নানের বিরুদ্ধে মামলা করে। আদালত এ মামলায় মন্নানের পক্ষে রায় দেন। এরপর থেকে আরো ক্ষিপ্ত হয়ে উঠে ফারুক মিয়া,জহুর আলীসহ উল্লেখিতরা। তারা মন্নানকে বিভিন্নভাবে প্রাণে হত্যার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন ভূক্তভোগীর পরিবারটি।