চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা’র ব্যাক্তিগত অর্থায়নে চুনারুঘাটের কালেঙ্গা পাহাড়ে বসবাসরত ত্রিপুরা,সাওতাল,গারো, মুক্তিযোদ্ধা ও শীতার্থ শিশুদের জন্য সোয়েটার ও বৃদ্ধদের জন্য কম্বল বিতরণ করেন।
গত রবিবার সন্ধায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর পরিচালনায় কালেঙ্গা ফরেস্ট রেস্ট হাউজের সামনে আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন,পাহাড়ী লোকজন এমনিতেই অভাবি ও জীবন যুদ্ধ করে বেঁচে আছেন। এই শীতে শিশুরা খুবই কষ্ট পাচ্ছে, তাই তিনি শীত বস্ত্র নিয়ে আসলেন।সামর্থ্যানুযায়ী সকলের উচিৎ শীতার্থ মানুষের পার্শে দাড়ানো।
উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজু আহমেদ,মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন,রানীগাও ইউপি চেয়ারম্যান নুরুল মমিন চৌধুরী ফারুক,চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক,এস আই আতিক,ইউপি সদস্য আঃ হামিদ,আঃ খালেক,সাবেক ইউপি সদস্য সিরাজ মিয়া,সাংবাদিক ফারুক মাহমুদ ও চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু।