নিজস্ব প্রতিনিধি: সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল জনসভার অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১টার দিকে জেলা আওয়ামীলীগের ভারভাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় চলে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের বক্তব্য।
এর আগে মাঠে বঙ্গবন্ধুর তেজোদীপ্ত ভাষণ বাজছিলো সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে। ধারণকৃত সেই ভাষণের মধ্যেই মাঠে প্রবেশ করতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। তারই ফাঁকে ফাঁকে বিরতি দিয়ে চলে দেশাত্মবোধক গানও।
মাঠের নিরাপত্তায় বসানো হয়েছে, সিসি ক্যামেরা। মাদ্রাসা মাঠের পশ্চিমে স্থাপিত দুটি ওয়াচ টাওয়ার থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আওয়ামী লীগের জনসভার কারণে সিলেট নগরীও অনেকটা ফাঁকা। নগরীতে যান চলাচল অনেকটা কম। নগরীতে মোতায়েন রয়েছেন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
বেলা ৩টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার সফরসঙ্গী হিসাবে দলের প্রেসিডিয়াম ও উপদেষ্টামন্ডলীর অনেক সদস্য সিলেটে এসেছিলেন।