চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে করাঙ্গী নদীর বাঁধ কেটে মাটি নেয়ার অপরাধে এক্সেলেটর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোছাঃ তাহমিনা আক্তারের নেতৃত্বে একটি টিম ওই স্থানে উপস্তিত হয়ে দেখতে পায় করাঙ্গী নদীর বাধ কেটে মাটি নেয়া হচ্ছে।
তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক্সাবেটরের মাটি কাটার মেশিন মালিককে বাহুবলের জয়পুর গ্রামের শহিদ আলীকে অবৈধবাবে মাটি কেটে নেয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেয়া হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সার্ভেয়ার মনিরুজ্জামান, তহশিলদার সিরাজুল হক, চুনারুঘাট থানার চৌকস এসআই আতিকুল ইসলাম খন্দকার সহ একদল পুলিশ। এছাড়াও বিকালে উপজেলার গাজীগঞ্জ বাজারে ফিটনেসবিহীন ট্রাক্টর চলাচল করার দায়ে ভ্রাম্যমান আদালত ৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।