বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় দৈনিক যুগান্তরের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বাহুবল প্রেসক্লাবে কেক কাটার মধ্যে দিয়ে এ জন্ম দিন পালন করা হয়।
জন্ম দিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বাহুবল থানার ওসি মো: মাসুক আলী, নাজরা চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র নেত্রী ডা: নাজরা চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সংবাদের সম্পাদক সোহেল আহম কুটি, বাহুবল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, আলোকিত সময় পত্রিকার জেলা প্রতিনিধি মামুন চৌধুরী, প্রতিদিনের বানীর স্টাফ রিপোর্টার নূর উদ্দিন সুমন, যুগান্তরের বাহুবল প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি হোসাইন মোহাম্মদ শামীম, সাধারন সম্পাদক আব্দুল আজিজ, আনোয়ার হোসেন সজল, ইকবাল হোসেন, মো: কাশেম মিয়া প্রমূখ।