নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি পাইপগান ও ছয় রাউন্ড গুলিসহ মাসুক মিয়া (৩১) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ঘটনাটি জানান।
বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শায়েস্তাগঞ্জের হাসপাতাল রোডে অভিযান চালায় র্যাব। এ সময় অস্ত্র ও গুলিসহ মাসুক মিয়াকে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, আটককৃত মাসুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।