নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের ধাক্কায় অগ্নিকান্ডের ঘটনায় হেলপার নিহত হয়েছেন।এ আহত হয়েছেন আরো ১০ জন।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকার মডেল বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষনিক নিহত হেলপার এর নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে সিলেট গামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১১-৬৮২) মডেল বাজার নামকস্থানে পৌঁছলে পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়। পুড়ে যায় সম্পূর্ণ গাড়ি।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করলেও মালামাল ও হেলপারকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে প্রেরন করেছি।নিহত হেলপারের পরিচয় একনও পাওয়া যায়নি।