চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রহমতাবাদ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ জুম্মা তিনি মসজিদের পুনর্নিমান কাজের উদ্বোধন করেন।
মসজিদ কমিটির সভাপতি সাবেক সহকারি প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার. রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, রানীগাও মাদ্রাসার সহকারি সুপার মাওলানা মুফতি মুসলিম উদ্দিন খান, ইউপি সদস্য আঃ মালেক, মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল্লাহ মিয়া, শিক্ষক কবির আহম্দে, সাবেক ইউপি সদস্য সেরু মিয়া, ছুফি মিয়া, হেলাল উদ্দিন, আবুল কালাম রাসেলসহ এলাকার মুুরব্বী সিরাজুল ইসলাম প্রমুখ।
মসজিদে জুম্মা নামাজ শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের মসজিদের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদান ঘোষনা করেন।
উল্লেখ্য, গ্রামবাসী প্রায় অর্ধলাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ঠ এমসজিদটি নির্মান করছে।