মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে ২০ হাজার পিস ইয়াবাসহ একই পরিবারের ৫জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের বহনকৃত মাইক্রেবাসটিও আটক করা হয়।
রোববার (৪ ফেব্রুয়ারী) ভোররাত ঢাকা সিলেট মহাসড়কের উপজেলা সদরের সামন থেকে মাদকের এ চালানটি আটক করা হয়।
আটকৃতরা হল সিলেট কতোয়ালী থানাধীন গোয়াইপাড়ার মৃত দুদু মিয়ার পুত্র আবুল কালাম(৪৮) তারস্ত্রী ফাতেমা (৩৮), আবুল কালামের কন্যা রহিমা কালাম রুহি(২১) পুত্র ইমন আহম্মে (১৯), ইমনের স্ত্রী শামীমা আক্তার শাম্মী(১৮)কে আটক করা হয়। এ সময় গাড়ি চালক পালিয়ে যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্রগ্রামের ফটিকছড়ি হইতে ছেড়ে আসা (চট্রমেট্রো ঘ ০২-০২৮৬) মাইক্রোবাসটিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।