জনমত নিউজ ডেস্ক: সিলেটে এসেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় খালেদা জিয়ার গাড়িবহর দক্ষিণ সুরমার চণ্ডিপুল হয়ে সিলেটে প্রবেশ করে।
খালেদা জিয়ার গাড়িবহর সিলেট নগরীতে প্রবেশের সময় চণ্ডিপুল এলাকায় তাঁর গাড়িবহরকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সফরসূচি অনুযায়ী, প্রথমে সিলেট সার্কিট হাউসে যান খলেদা জিয়া। সেখানে বিশ্রাম ও দুপুরের খাবার গ্রহণের পর বিকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।