মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মাধবপুর থানার (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
রোববার হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত পুলিশ কল্যাণ সভায় হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার, মাদক নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় পুলিশ সুপার বিধান ত্রিপুরা মাধবপুর থানার (ওসি) অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, থানার এসআই মমিনুল ইসলাম ও এসআই আবুল কাশেমকে শ্রেষ্ঠ সহকারী পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অ ম শামসুল ইসলাম, মাধবপুর-চুনারুঘাট সাকের্লের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ প্রমুখ।