নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় বিজিত রায় (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত যুবক উপজেলার রিচি ইউনিয়নের তিতখাই গ্রামের কানু রায়ের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, তিতখাই গ্রামের পোয়াহাটি নামকস্থানে একটি টিনের ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে আত্মীয় স্বজনরা নিশ্চিত হন ওই ঘরে কিছু রয়েছে। বিকেলে লোকজন ঘরের টিনের ফাঁক দিয়ে দেখতে পায় তীরের সাথে ঝুলে আছে বিজিত। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
স্থানীয় লোকজন জানান, বিজিত রায় ওই বাড়িতে একা থাকতো। তার পিতা-মাতা কেউ এখানে থাকতেন না।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক জানান, ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।