আব্দুর রাজ্জাক রাজু : চুনারুঘাটের করাঙ্গী নদীতে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ৬ষ্ঠ তম কাঠের সেতু নির্মাণ করলেন ব্যারিস্টার সুমন।আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ৯ নং রানীগাও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর বড়জুষ (আটারবাগিয়া)এলাকায় করাঙ্গী নদীর উপর এই সেতু নির্মাণ করেন।ওই এলাকার দীর্ঘদিনের আকাঙ্খা ছিল একটি সেতু বা কালভার্ট নির্মান কিন্তু সরকারী /বেসরকারি কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তি এগিয়ে আসেন নি। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও উপজেলা সদরে যাওয়ার একমাত্র যাতায়াত পথ এই সড়কেই। একটি সেতুর কারণে কষ্ট যেন লেগেই ছিল এলাকাবাসীর। তাই নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ৬ষ্ঠ তম কাঠের সেতু নির্মাণ করে দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও জেলা আওয়ামীলীগের সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।এর পর তিনি উপজেলার গাজিপুর ইউনিয়নের ইছালিয়া ছড়ার কোনাগাও বড়জুম এলাকায় কাঠের সেতু নির্মান করবেন বলে জানান।