শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও তারেক রহমানসহ অপর ৫ আসামীর ১০ বছর কারাদন্ডের রায় ঘোষনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেলের আঘাতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়। বৃহসপতিবার সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক আহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে দাউদনগর বাজার থেকে ষ্টেশন রোডে যাবার পথে পুলিশ ধাওয়া করে। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীরাও ধাওয়া দিলে শুরু ইটপাটকেল ছুড়াছুড়ি। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট ছুড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে পরিস্থিতি মোকাবেলায় শায়েস্তাগঞ্জ শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।