ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরের নিউফিল্ডে অনুষ্ঠিত বানিজ্য মেলায় কলেজ ছাত্রীকে উত্যক্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পা ধরে ক্ষমা প্রার্থনা করেছে শাহ আলম নামে উত্যক্তকারী যুবক। বিষয়টি নিয়ে বানিজ্য মেলায় দর্শনার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারী) রাত ১১ টায় শহরের নিউফিল্ডে বানিজ্য মেলায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসে হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের এইচ.এসসি ১ম বর্ষের এক ছাত্রী।
পরে ওই ছাত্রী মেলায় কেনাকাটা শেষে বাসার উদ্দেশ্যে ফিরায় সময় মেলার ভিতরে আদর্শ গার্মেন্টস নামে একটি দোকানের সামনে পৌছা মাত্রই ওই দোকানের কর্মচারী চট্রগ্রামের বাসিন্দা শাহ আলম নামে এক যুবক তাকে উত্যক্ত করে।
এ সময় ওই ছাত্রীর পরিবারের লোকজন শাহ আলমের উপর উত্তেজিত হয়। তখন তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে খবর পেয়ে মেলার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ছুটে আসেন।
এক পর্যায়ে এ ঘটনায় উভয় পক্ষের কথা শুনার পর ব্যবস্থাপনা কমিটির লোকজন শাহ আলমকে ওই ছাত্রীর পা ধরে ক্ষমা প্রার্থনা করান।
এরপরপরই মেলায় থাকা স্থানীয় মামুন মিয়া নামে এক প্রভাবশালী ব্যক্তি ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে করে উভয় পক্ষের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে।
বিষয়টি জানতে পেরে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনা স্থলে পৌছে সংবাদ সংগ্রহ করতে গেলে মামুন মিয়া তাদের উপরও ক্ষিপ্ত হয়ে উঠে। উপস্থিত দর্শনার্থী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি মেলায় ছড়িয়ে পড়লে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতংক সৃষ্টি হয়।