নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবক শুভ (২০) দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু বরণ করেছে।
রোবাবর বিকেলে সে মৃত্যু কোলে ঢলে পড়ে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারী শহরের যশেরআব্দায় এলাকায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় পিডিবি অফিসের কর্মচারী শুভ্রকে ছুরিকাঘাত করেছে একদল যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় আহত হয় আরও বেশ কয়েকজন। ইতিমধ্যে এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং কয়েকজন আসামীকে আটক করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।