নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীর উপর রেল ব্রীজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তেমন কোন ক্ষতি হয়নি। রেল চলাচল স্বাভাবিক ছিল।
রবিবার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট রেল সেকশনের শায়েস্তাগঞ্জ রেল জংশনের ৩ কিঃমিঃ পশ্চিমে খোয়াই ব্রীজে এ ঘটনাটি ঘটে।
গেইটম্যান মজনু মিয়া জানান, রাতে টহলরত অবস্থায় হঠাৎ ব্রীজের উপর আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে যাই। কর্মরত দুইজন মিলে পানি দিয়ে আগুন নিভানো হয়। তবে কিভাবে আগুন লেগেছে বুঝা যায়নি। এতে একটি স্লিপার পুড়ে গেছে।
শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে একটি স্লিপার পুড়ে গেছে। তবে ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি।