নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে পীরজাদা মিজানুর রহমান নামের এক জামায়াত নেতাকে অাটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
রোববার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে সদর উপজেলার পাইকপাড়া বাজারে অবস্থিত নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠান এমবি ফার্মেসি থেকে তাকে আটক করা হয়।
মিজানুর রাঙ্গেরগাঁও গ্রামের মৃত মাওলানা ছাদউল্লা পীরের ছেলে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা।
র্যাব ৯ সিলেট ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আফজাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।