চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে কামাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী উপজেলার গোবরখলা গ্রামের ফজল হকের ছেলে।
ইউএনও ফারাবি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে গোবরখলা এলাকা থেকে ৬ পিস ইয়াবাসহ কামালকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড দেওয়া হয়।