নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা শহরে রাস্তা পারাপারের সময় ইমাগাড়ির চাপায় জালাল মিয়া (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শায়েস্তানগর ঈদগার সামনে এ দুঘর্টনাটি ঘটে। নিহত জালাল মিয়া সদর উপজেলার এড়ালিয়া গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, জালাল মিয়া রাস্তা পার হয়ে গেলে পিছন দিক থেকে একটি ইমাগাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার এসআই রুহুল আমীন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।