মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
মঙ্গলবার ভোরে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সিতার আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য এক অভিযান পরিচালনা করে এই মদ জব্দ করেন।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, জব্দকৃত মাদকেরে আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। তবে অভিযানকালে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।