নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শহরে ড্রেনের কাজ নিয়ে মেয়র মোঃ ছালেক মিয়া ও শ্রমিকলীগ নেতা আতাউর রহমান মাসুকের পক্ষের লোকজনের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করে। দুই পক্ষেরই প্রায় ৬০জন আহত হয়েছে বলে জানা যায়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।