শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই দিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় জহুচার বিবি মহিলা কলেজের আয়োজনে কলেজ মাঠে এ উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
প্রভাষক জালাল উদ্দিন রুমী ও রিপন মিয়ার উপস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির।
স্বাগত বক্তব্য রাখন- কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ সরদার প্রমুখ।
এ পিঠা উৎসবে অর্ধশত বাহারি পিঠার স্টল স্থান পেয়েছে।