নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল করাঙ্গীনিউজ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ (রবিবার) সকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন বলনে, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তেমন কিছু হয়নি। বিশ্রামে থাকলে ভাল হয়ে যাবে।