নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫/৭টি দোকান আগুনে পুড়ছে। সোমবার বেলা ২টার দিকে এ ঘটনার ঘটে।
বর্তমানে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনের আনেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামান জানান, চুনারুঘাট মধ্য বাজারে একটি চা’য়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। নিমেষেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করেন।