নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে এলাকায় ট্রেনে কাটা অজ্ঞাত পুরুষ (৪০) বছরের এক ব্যক্তির চিহ্ন-বিচিহ্ন লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার শাহাজীবাজার- সুতাং এর মধ্যবর্তী রেলওয়ে কিঃ মিঃ ২৪৯/৮-৯ এর রেল লাইনের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাত ৯টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই লাশের পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বক্কর সিদ্দীকি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।